প্রখ্যাত ভাস্কর-মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই (ইন্না লিল্লাহি……রাজিউন)।
প্রখ্যাত ভাস্কর-মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই (ইন্না লিল্লাহি……রাজিউন)।
আধিপত্যবাদ এক জনপদ অন্য জনপদকে ধ্বংস করে হিংস্র হায়েনার থাবায়, সে থাবার নখর ক্ষত বিক্ষত করে নারীর লজ্জ্বা, কেড়ে নেয় আভরণ, আজ জাতি হারালো এক সাহসী প্রতিবাদী নারী ফেরদৌসী প্রিয়ভাষিনীকে, যিনি এমনি করে ক্ষত বিক্ষত হয়েছিলেন পাকিস্তানি জান্তার হিংস্র নখরের আঘাতে আঘাতে। কিন্তু তিনি দুর্বল নারীর মতো এই হিংস্রতাকে মেনে নেন নি, আড়াল করেন নি নিজেকে লজ্জ্বার আভরণে। তিনি দীপ্ত তেজে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন জাতির সামনে, উন্মুক্ত করেছিলেন পাকিস্তানি জান্তার নির্মম নৃশংস অত্যাচারের কাহিনী বাংলার জনতার সামনে। তিনি থেকেছেন স্বাধীনতাকামী মুজিবের চেতনাদীপ্ত মানুষের পক্ষে, সোচ্চার থেকেছেন সকল অন্যায় অপশক্তির বিপক্ষে-----, আজ তিনি চলে গেলেন সকল যন্ত্রণা, অপবাদ আর লাঞ্ছণা থেকে অনেক অনেক দুরে, না ফেরার দেশে। মহান আল্লাহ্ তাঁর সকল গুনাহ মাফ করে দিন, সকল ছওয়াব কবুল করুন, তাঁকে বেহেশত নসীব করুন, আমিন। Shamsun Nahar
আধিপত্যবাদ এক জনপদ অন্য জনপদকে ধ্বংস করে হিংস্র হায়েনার থাবায়, সে থাবার নখর ক্ষত বিক্ষত করে নারীর লজ্জ্বা, কেড়ে নেয় আভরণ, আজ জাতি হারালো এক সাহসী প্রতিবাদী নারী ফেরদৌসী প্রিয়ভাষিনীকে, যিনি এমনি করে ক্ষত বিক্ষত হয়েছিলেন পাকিস্তানি জান্তার হিংস্র নখরের আঘাতে আঘাতে। কিন্তু তিনি দুর্বল নারীর মতো এই হিংস্রতাকে মেনে নেন নি, আড়াল করেন নি নিজেকে লজ্জ্বার আভরণে। তিনি দীপ্ত তেজে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন জাতির সামনে, উন্মুক্ত করেছিলেন পাকিস্তানি জান্তার নির্মম নৃশংস অত্যাচারের কাহিনী বাংলার জনতার সামনে। তিনি থেকেছেন স্বাধীনতাকামী মুজিবের চেতনাদীপ্ত মানুষের পক্ষে, সোচ্চার থেকেছেন সকল অন্যায় অপশক্তির বিপক্ষে-----, আজ তিনি চলে গেলেন সকল যন্ত্রণা, অপবাদ আর লাঞ্ছণা থেকে অনেক অনেক দুরে, না ফেরার দেশে। মহান আল্লাহ্ তাঁর সকল গুনাহ মাফ করে দিন, সকল ছওয়াব কবুল করুন, তাঁকে বেহেশত নসীব করুন, আমিন। Shamsun Nahar

No comments:
Post a Comment